সোয়েব সাঈদ, রামু নদীর তীর ঘেঁষেই নির্মাণ হচ্ছে পাকা স্থাপনা। এজন্য বিশাল দেয়াল নির্মাণ করে দখল করা হয়েছে নদীর তীর। নদী থেকে অনুমোদনহীনভাবে বালি উত্তোলন করে দখলকৃত জমি ভরাটও হয়েছে নির্বিঘ্নে। এটির পাশেই নদী ও তীর দখল করে নির্মাণ করা হয়েছে আরও অসংখ্য স্থাপনা। দখল করা হয়েছে নদী ভাঙন রক্ষায়