নিজস্ব প্রতিবেদকঃ কক্সবাজারের রামুর বাঁকখালী নদীতে অবৈধভাবে বালি উত্তোলনের দায়ে দুই ড্রেজার মেশিন জব্দের পাশাপাশি তিন ব্যবসায়ীকে ১ লক্ষ ৯০ হাজার টাকা জরিমানা করেছে প্রশাসন। সোমবার (১৮ সেপ্টেম্বর) দিনব্যাপী উপজেলার চাকমারকুল ও দক্ষিন মিঠাছড়ির বিভিন্ন পয়েন্টে রামু উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ফাহমিদা মুস্তফা এ অভিযান পরিচালনা করেন।