রামুতে রোহিঙ্গা নারীকে ভোটারে সহযোগীতার অপরাধে একজনকে অর্থদন্ড

 

হাসান তারেক মুকিম,রামু

রামুতে রোহিঙ্গা নারীকে ভোটারে সহযোগীতার অপরাধে একজনকে অর্থদন্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। দন্ডিত ব্যক্তি  ছৈয়দ আলম (৩৫),গর্জনিয়া ইউনিয়নের পূর্ব বোমাংখিল এলাকার ওয়াহেদ আলীর ছেলে। ২০অক্টোবর রবিবার দুপুরে তাদের আটক করে এ অর্থদন্ড প্রদান করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী কমিশনার (ভূমি) চাইথোইলা চৌধুরী।

জানা যায, রামু উপজেলাস্থ গর্জনিয়া ইউনিয়ন পরিষদে নতুন ভোটারদের ছবি তোলা কার্যক্রমের অংশ হিসেবে  ছৈয়দ আলম  ভুয়া জন্ম নিবন্ধনের কপিতে গর্জনিয়া ইউপি চেয়ারম্যানের স্বাক্ষর জালিয়তি করে তার স্ত্রী  রোহিঙ্গা জয়নাব বেগম (৩২) কে ভোটার করার চেষ্টা করে।

 

 

 

উক্ত রোহিঙ্গা নারীর প্রদত্ত  জন্মনিবন্ধনের কপি জাল সন্দেহ  হলে উপস্হিত জাতীয় গোয়েন্দা সংস্হা এনএস আই রামুতে কর্মরত প্রতিনিধি আবু হানিফ ভ্রাম্যমান আদালতের ম্যাজিস্ট্রেট চাইথোয়াইহলা চৌধুরীকে অবহিত করে। পরে ভ্রাম্যমান আদালতের ম্যাজিস্ট্রেট চাইথোয়াইহলা চৌধুরী অভিযুক্ত ছৈয়দ আলমকে ৩ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করেন।

  •  
  •  
  •  
  •  
  •