স্বামীকে বাঁচাতে স্ত্রীর আকুতি

 

বার্তা পরিবেশক

আমি রাফি আক্তার। আমার স্বামী শাহেদুল ইসলাম, কক্সবাজার পৌরসভার পশ্চিম পাহাড়তলীর বাসিন্দা হয়। বিভিন্ন ষড়যন্ত্রমূলক মামলা নিয়ে গত ১৮ এপ্রিল ২০১৫ইং সালে গ্রেপ্তার হয়। পরে বিগত ২০১৬ইং সালে জামিনে বের হওয়ামাত্র জেল গেইট থেকে আইনশৃংখলা বাহিনীর সদস্যারা নিয়ে গিয়ে ৫ দিন পর মামলা দিয়ে আবারও কারাগারে প্রেরণ করে। এরপর থেকে আমি দীর্ঘ সময় পর্যন্ত আইনি লড়াই করে সকল মামলা থেকে জামিন হয়ে গত ০৯ আগস্ট শুক্রবার সন্ধ্যার দিকে কক্সবাজার জেলা কারাগার থেকে বের হওয়া মাত্রই পুনরায় আইনশৃংখলা বাহিনী পরিচয়ে তাকে কারাগারের গেইট থেকে তুলে নিয়ে যায়। আমারা খবর নিয়ে জানতে পারি যে, তাকে কক্সবাজার সদর মডেল থানার এস,আই কাঞ্চনের নেতৃত্বে একদল পুলিশ থানায় নিয়ে যায়। তবে এই পর্যন্ত সদর মডেল থানার কোন পুলিশ তাকে ধরে নিয়ে আসার বিষয়টা স্বীকার করতেছে না। এমতাবস্থায় আমার স্বামীকে প্রাণে বাঁচানোর জন্য আমার পরিবারের পক্ষ থেকে সংবাদ সংম্মেলন আয়োজন করেছি। এবিষয়ে আমি প্রশাসনের সুদৃষ্টি কামনা করেন। ১০ আগষ্ট (ররিবার) শহরের একটি অভিজাত হোটেল লিখিত বক্তব্যে শাহেদের স্ত্রী রাফিয়া আক্তার এসব কথা বলেন। সংবাদ সম্মেলনে শাহেদের স্ত্রী তার স্বামীর নিঃশর্তে মুক্তির দাবি করেন। এ সময় উপস্থিত ছিলেন, শাহেদের ছেলে জোনাইদ, তার পরিবারের সদস্য কাকন আক্তার, রিনা আক্তার, কুলসুম আক্তার, লিপি আক্তার, নাসিমা আক্তার। তারা সকলেই শাহেদের মুক্তি দাবি করেন।

  •  
  •  
  •  
  •  
  •