শেখ মনি’র জন্মদিন উদযাপন করলো কক্সবাজার জেলা যুবলীগ

সংবাদ বিজ্ঞপ্তি:

মুজিব বাহিনীর অধিনায়ক, মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক ও যুবলীগের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান শেখ ফজলুল হক মনি’র ৮০তম জন্মদিন উদযাপন করেছে কক্সবাজার জেলা যুবলীগ। গতকাল বুধবার (৪ ডিসেম্বর) সন্ধ্যা ৭টায় লালদীঘিরপাড়স্থ যুবলীগের অস্থায়ী কার্যালয়ে জেলা যুবলীগের সাধারণ সম্পাদক শহিদুল হক সোহেলের নেতৃত্বে কেক কেটে জন্মদিন পালন করা হয়।

শেখ ফজলুল হক মনি ১৯৩৯ সালে ৪ ডিসেম্বর টুঙ্গিপাড়ায় জন্মগ্রহণ করেন। তার বাবা শেখ নূরুল হক ছিলেন জাতির পিতা বঙ্গবন্ধুর ভগ্নিপতি। মা শেখ আছিয়া বেগম বঙ্গবন্ধুর বড় বোন। শেখ ফজলুল হক মনি ব্যক্তি জীবনে ২ পুত্র সন্তানের জনক ছিলেন। ১৯৭৫ সালে ১৫ আগস্ট বঙ্গবন্ধুর সঙ্গে শেখ ফজলুল হক মনি ও তার স্ত্রী বেগম আরজু মনি শাহাদাৎ বরণ করেন। বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের সময় গঠিত মুজিব বাহিনীর মূল সংগঠক ও নেতাদের একজন ছিলেন তিনি। জাতির পিতা বঙ্গবন্ধুর শেখ মুজিবুর রহমানের নির্দেশে ১৯৭২ সালে মুক্তিযোদ্ধাদের সমন্বয়ে আওয়ামী যুবলীগ প্রতিষ্ঠা করেন শেখ মনি। তাঁর বড় সন্তান শেখ ফজলে শামস পরশ ৭ম জাতীয় কংগ্রেসে যুবলীগের চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন।

 

 

এই আয়োজনে উপস্থিত ছিলেন, জেলা যুবলীগ নেতা বেন্টু দাশ, তাজউদ্দিন সিকদার তাজমহল, পৌর যুবলীগের যুগ্ন-আহবায়ক ডালিম বড়–য়া, কুতুব উদ্দিন, ইসমাইল সিআইপি, আনোয়ার করিম, ইমরুল কায়েস, এড. ইমরুল কায়েস মানিক, এড. রবিউল এহছান লিটন, এড. শামশুল আলম, সিরাজ খান, ডা. রিপন, আহসান সুমন, মুহাম্মদ ফারুক, ওয়াহেদ রুবেল, ইসমাইল সাজ্জাদ, মোনাফ সিকদার। আরো উপস্থিত ছিলেন- এইচ.এম পারভেজ, রানা সিকদার, জাহেদ সিকদার প্রমুখ-সহ অসংখ্য নেতাকর্মী জন্মদিনের আয়োজনে অংশ নেন।

  •  
  •  
  •  
  •  
  •